Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে অস্ত্রোপচার, টাকা জমিয়ে ১১ বছর পর ঋণ শোধ দিনমজুর রোগীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১১:৪৩ এএম

এযুগে ‘টাকা মাটি, মাটি টাকা’ প্রমোটারদের প্রবচন। তথাপি চালাক পৃথিবীতে মাঝেমাঝে দেখা মেলে বোকা মানুষের! তারা সততার ছোট ছোট নজির তৈরি করে চমকে দেয় দুনিয়াকে। যেমন রাম সহায়। এক দশক আগে ‘চিকিৎসক’ বিনামূল্যে কঠিন অস্ত্রোপচার করেন তার। গরিব হলেও সৎ মানুষ তো। ভোলেননি সেই উপকার। ১১ বছর পর চিকিৎসককের সেই ঋণ শোধ করতে চেষ্টার কসুর করলেন না। রাম সহায় ও চিকিৎসকের পুনর্মিলনের ভিডিও ভাইরাল হয়েছে। যার পর উত্তরাখণ্ডের বাসিন্দা পেশায় দিনমজুরের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

রাম সহায় এবং ডাক্তার ভগবন্ত সিংয়ের মিষ্টি কাহিনির সূত্রপাত এক দশক আগে। পাঞ্জাবের পাতিয়ালার আকাল হাসপাতালের চিকিৎসক ভগবন্ত। অন্যদিকে উত্তরাখণ্ডের হরিদ্বারে বাড়ি রাম সহায়ের। ১১ বছর আগে সেবার ভয়ংকর পেটের যন্ত্রণা শুরু হয় তার। অ্যাপেনডিক্সের সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা পরামর্শ দেন, দ্রুত অস্ত্রোপচার করতে হবে। কিন্তু গরিব রাম সহায়ের কাছে অস্ত্রোপচারের খরচ ছিল না। সেই সময় বিনামূল্যে তার অস্ত্রোপচার করেন ডাক্তার ভগবন্ত সিং। বলেছিলেন, “এখন টাকা লাগবে না, পরে দিও”।

এরপর কেটে গিয়েছে ১১টা বছর। চিকিৎসক ভুলে গিয়েছিলেন রোগীর ধার। কিন্তু যার উপকার করেছিলেন, তিনি ভোলেননি উপকারীকে। একটু একটু করে টাকা জমান রাম সহায়। সম্প্রতি হরিদ্বার থেকে সটান পাতিয়ালায় হাজির হন। আকাল হাসাপাতালে এসে ডাক্তারবাবুর খোঁজ করেন। ধার শোধ করবেন বলে। যদিও চিকিৎসক সেই সময় পাতিয়ালায় ছিলেন না। রাম সহায় দু’দিন অপেক্ষা করেন।

শেষ পর্যন্ত ডাক্তার ভগবন্ত মান ও রাম সহায়ের পুনর্মিলন হয়। সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রাম সহায়ের সততায় মুগ্ধ চিকিৎসক ভগবন্ত মান। তিনি বলেন, ‘ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। যখন দেখার করার কথা বলে রাম সহায়। বুঝতে পারছিলাম কেন দেখা করতে চায়। সব জেনে মুগ্ধ হই।’ যদিও রাম সহায়ের থেকে টাকা নিতে চায়নি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ