Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিন্দ্য বিশ্রামাগার

আবুল খায়ের বুলবুল | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

জেগে ওঠো যেতে হবে তোমাকে এখন
বিক্ষুব্ধ এই সাগরের জলরাশি পাড়ি দিয়ে
তোমাকে পৌঁছতেই হবে।
অগনন জনতা অপেক্ষার প্রহর গুনছে তোমার পথের
তোমার জ্বালাময়ী বক্তৃতা শোনার জন্য
ওরা সেই কবে থেকে অপেক্ষার প্রহর গুনছে।
দীর্ঘ ক্ষণের কষ্টের প্রহারে ওরা প্রায়শ ক্লান্ত
কিন্তু তবুও দেখো ওদের হাতে রয়েছে সাহস
তোমার হুকুম পেলেই ওরা ঝাপিয়ে পড়বে
অত্যাচারীর ওপর,ভেঙে ফেলবে তার সব।
ওরা বুভুক্ষু, নিদ্রাহীন চোখে এখনও চেয়ে আছে---
তোমার পথ পানে। তুমি এলেই ওরা বারুদ বৃষ্টি হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে দিক হতে দিগন্তে।
যত ব্যভিচার অশ্লীল কথোপতকথনের মূলে আঘাত করে
তছনছ করে দিবে সিমেন্ট সুরকি দিয়ে গাঁথা মিথ্যে রোধ করে দেবে সময়ের পথে আটকানো সকল বাঁধা, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে সব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন