বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় দ্বীনি আরজুম (২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।
নিহত দ্বীনি আরজুম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষীনারায়নীপুর গ্রামের মঞ্জুরুম ইসলামের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক সিনিয়র রোভার মেট এবং বিরল পৌর শহরের শংকরপুর নামক এলাকায় অবস্থিত আরডিআরএস নামক এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শংকরপুর গ্রামে আরডিআরএস অফিসের সামনে বিরল-ধুকুরঝাড়ী সড়কে হেটে যাচ্ছিল দ্বীনি আরজুম। এসময় একটি অজ্ঞাত যান তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে মারা যায়। আইনী প্রক্রিয়া শেষ করে দিনাজপুর কতোয়ালী থানা পুলিশ নিহত দ্বীনি আরজুমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবু বক্কর সিদ্দিক রাসেল নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।