Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার জয়ে বিনামূল্যে ১,৫০০ প্লেট বিরিয়ানি বিলি রেস্তরাঁ মালিকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১:১৬ পিএম

কথা দেওয়া মানে কথা রাখা। তা প্রমাণ করলেন কেরলের রেস্তরাঁ মালিক। আর্জেন্টিনার একেবারে ‘ডাই হার্ট ফ্যান’ তিনি। তাই কথা দিয়েছিলেন, প্রিয় দল জিতলে হাজার প্লেট বিরিয়ানি ফ্রিতে দেবেন। তার থেকে বেশি দিলেন। মেসির হাতে কাপ উঠতেই দেড় হাজার প্লেট বিরিয়ানি বিলি করলেন তিনি।

রবিবার ছিল রুদ্ধশ্বাস ম্যাচ। টাই ব্রেকার পর্যন্ত ম্যাচ গড়ায়। শেষ হাসি হাসেন মেসিরাই। শেষ মুহূর্তে বল জালে জড়িয়ে পড়তেই তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। সারা বিশ্বে খুশির জোয়ার বয়ে যায়। ভারতেও আর্জেন্টিনা ভক্তদের মধ্যে তুমুল উল্লাস দেখা যায়। তাদেরই একজন শিবু। কেরলেন ত্রিশূর জেলার রকল্যান্ড হোটেলের মালিক।

আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের আগেই শিবু ঘোষণা করেছিলেন, প্রিয় দল জিতলে হাজার প্লেট বিরিয়ানি বিনামূল্যে দেবেন। যেমনি বলা, তেমনি কাজ। সোমবার শিবুর সামনে ছিল লম্বা লাইন। বেশিরভাগই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ছিলেন। লাইন দেখে এক সাংবাদিক শিবুকে প্রশ্ন করেন, সবাইকে খাওয়াতে পারবেন তো? রেস্তরাঁ মালিক জানান, হাজার নয়, দেড় হাজার প্লেট বিরিয়ানির বন্দোবস্ত তিনি করেছেন। ফলে সকলেই তৃপ্তি করে খেতে পারবেন।

ফুটবল প্রেমের আরও এক নজির কোচি শহরে দেখা গিয়েছে। যেখানে আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সি পরে বিয়ে সেরেছেন এক যুগল। বরেন নাম শচীন, কনের নাম আথিরা। আর্জেন্টিনার ভক্ত শচীন পরেছিলেন মেসির জার্সি। ওদিকে আবার ফরাসি প্লেয়ার এমবাপকে পছন্দ করেন আথিরা। তাই তার পরনের নীল জার্সিতে ছিল পছন্দের প্লেয়ারের নাম। সেই অবস্থাতেই চার হাত এক হল। অভিনব এই বিয়ের সাক্ষী থাকলেন নিমন্ত্রিতরা। আর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • jack ২১ ডিসেম্বর, ২০২২, ৪:৩৮ পিএম says : 0
    অলিম্পিক হচ্ছে কাফেরদের ধর্ম >>>প্রাচীন গ্রীসে দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি-রেওয়াজের সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হত। যারা কাফেরদের কে অনুসরণ করে তারা কি কেউ মুসলিম থাকে>>>>>আমাদের দেশে সব কাফেরের আইন চলে কেননা আমাদের দেশ আল্লাহর আইন দিয়ে চলেনা আমরা মুসলিম বলে দাবি করে অথচ কোরআনের শাসন আমরা চাই না সেজন্যই আজকে আমাদের উপর আল্লাহ জালেম শাসক নিয়োগ দিয়েছেন এবং তারা আমাদেরকে সবদিক থেকে অত্যাচার করছে এবং দেশটাকে দেশের মানুষ গুলোকে ধ্বংস করে দিয়েছে কারো নীতি-নৈতিকতা নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ