Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৩১ এএম

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত নায়িকা পলি। চলচ্চিত্র থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন। নিজের ব্যবসা ও সংসার নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে তার। এসবের মাঝেই নতুন খবর দিলেন তিনি। এবার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, ২৫ ডিসেম্বর এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে লিপু-জাহান পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পলি।

নির্বাচন প্রসঙ্গে পলি বলেন, আমি ব্যক্তিগতভাবে ফিল্ম ক্লাবসহ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব, ক্যাপিটাল ক্লাব, জয়ন্টা ক্লাব, লেডিস ক্লাব, কুষ্টিয়া ক্লাব ও খুলনা ক্লাবের মেম্বার। ক্লাব কালচার আমি খুব উপভোগ করি। যেহেতু ফিল্ম ক্লাব আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজনের প্রতিষ্ঠান। অতীতে এখানে চিত্রনায়িকা মৌসুমী, পপি ও রত্না নির্বাচনে অংশ নিয়েছেন। তাই ভাবলাম এবার আমিও নির্বাচন করি। ক্লাব মেম্বারদের সঙ্গে ব্যক্তিগত একটা আত্মিক টানও আমার ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার অন্যতম একটা কারণ।

নির্বাচনে নিজের জয় লাভের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে পলি বলেন, ক্লাব মেম্বারদের সঙ্গে আমি যোগাযোগ রেখে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আশা রাখছি, আমি মেম্বারদের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে জয় লাভ করতে সক্ষম হবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, পলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘এক নাম্বার আসামি’। এরপর তিনি চলচ্চিত্রের বদলে সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন। যদিও মাঝখানে শোনা গিয়েছিল তিনি আবারও চলচ্চিত্রে অভিনয় করবেন। কিন্তু আপাতত আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। বর্তমানে তিনি সংসারের পাশাপাশি ব্যবসায়ও সময় দিচ্ছেন।

খুলনার মেয়ে পলি ২০০১ সালে প্রযোজক, পরিচালক ও প্রদর্শক মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমাতে প্রয়াত তারকা মান্নার নায়িকা হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি ১১৩ টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, আমিন খান, শাকিব খানসহ প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে জনপ্রিয়তা পান।

তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে ‘যুদ্ধে যাবো’, ‘ক্ষত বিক্ষত’, ‘মানিক বাদশা’, ‘এলাকার ত্রাস’, ‘কঠিন পুরুষ’, ‘জঙ্গল’, ‘দুর্ধর্ষ’, ‘অশান্ত বাদশা’, ‘রাস্তা’, ‘জাল’, ‘বাংলার বাঘ’ ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ