Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটি ‘সোনার চর’ সিনেমার একটি দৃশ্য

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ১:১১ পিএম

নদীর পাড়ে মাটিতে পড়ে আছেন একজন। কাঁদা মাখা শরীর, পরণে লুঙ্গি আর সাদা টি-শার্ট, গলায় আছে মাদুলিও। লম্বা চুলের আড়ালে একটু খেয়াল করলেই দেখা যায়, সে আর কেউ নন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু তার এই অবস্থা কেন?

বিষয়টি জানতে যোগাযোগ করা হয় এই চিত্রনায়কের সঙ্গে। জায়েদ খান জানান, এটি ‘সোনার চর’ সিনেমার একটি দৃশ্য। শীতের সকালে পিরোজপুরে এর দৃশ্যধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, সিনেমার শুটিংয়ের জন্য তিনি এখন অবস্থান করছেন নিজের এলাকা পিরোজপুর জেলায়। সেখানেই চলছে ‘সোনার চর’র শুটিং। এই সিনেমায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। এতে জায়েদ খানের পাশপাশি আরও অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। আর পরিচালক হিসেবে আছেন জাহিদ হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ