Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার এনটিভিতে জাপানি সিরিয়াল

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাপানের জনপ্রিয় পারিবারিক ড্রামা সিরিয়াল মারুমোস স্টোরি প্রচার করা হবে এনটিভিতে। বাংলায় ডাবিংকৃত এই সিরিয়ালটি আগামী ২৩ ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার সকাল পৌনে ১০টায় প্রচার করা হবে। রোববার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারুমো নামের ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে নিয়েই এই সিরিয়ালের কাহিনী। ব্যক্তিগত জীবনে সন্তান লালনের কোনো রকম অভিজ্ঞতাই নেই তার। প্রিয় বন্ধুর মৃত্যুর সময় তার দুই যমজ সন্তানকে দত্তক নেয় মারুমো, সঙ্গে একটি গৃহপালিত কুকুর। এই কুকুর আবার কথাও বলতে পারে। ওই দুই সন্তান এবং কুকুরের সঙ্গে থেকে মারুমো জীবনের অনেক প্রতিবন্ধকতা কাটাতে শেখেন, সেইসঙ্গে প্রকৃত পরিবারের জীবন অনুভব করতে পারেন। সিরিয়ালটি ২০১১ সালে জাপানে সম্প্রচারকালীন সিজনে দর্শকের হৃদয় জয় করে নেয়। এনটিভি ও জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় সমসাময়িক জাপানি সংস্কৃতি ও সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই জাপানি দূতাবাসের এই প্রয়াস। একইসঙ্গে দুই দেশের সাংস্কৃতিক যোগসূত্রকে আরও দৃঢ় করে তুলতে এ আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ