Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিহারে বিষাক্ত মদ পানে ৬৫ মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১০:৩১ এএম

ভারতের বিহারের সরন জেলার চাপড়া গ্রামে বিষাক্ত মদ পান করে ৬৫ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বিহারে ২০১৬ সালে বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যু হয়। পরে রাজ্যটিতে মদের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হয়।
এ নিয়ে শুক্রবার বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের প্রধান নীতিশ কুমার জানান, অবৈধ পান পানে প্রাণ হারানো লোকজনের পরিবার সরকারি সহায়তা পাবে না।
তিনি অভিযোগ করেন, যেসব রাজ্যে বিরোধী দলগুলো ক্ষমতায়, সেখানে এমন ঘটনা ঘটলেই বড় করে দেখায় সংবাদমাধ্যমগুলো। এর দায় বিজেপির।
তিনি বলেন, ‘গুজরাটে সেতু ভেঙে পড়ার পর শুধু একটি খবর প্রকাশ হয়েছে, কিন্তু যখন বাংলায় এমন ঘটনা ঘটল, অনেক সময় ধরে ওই খবর চলতে থাকল।’
বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় বিহার সরকার ও রাজ্য পুলিশের প্রধানকে নোটিশ পাঠিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন।
চলতি বছরের আগস্টেও বিহারের সরন জেলায় বিষাক্ত মদ পানে পাঁচজনের মৃত্যু হয়। সূত্র : এনডিটিভি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ