Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় উৎসবে দেখানো হবে ২ ইরানি অ্যানিমেশন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১১:০১ পিএম

আহমেদাবাদ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দুই ইরানি অ্যানিমেশন ‘লোপেটো’ এবং ‘লেটস মেক পিস’ দেখানোর কথা রয়েছে।

‘লোপেটো’ ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস আসকারি এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ হোসেন সাদেঘি।

ইরানের কেরমানি লোকেরা হস্তনির্মিত খেলনাকে বোঝাতে যে শব্দটি ব্যবহার করে তা থেকে অনুপ্রাণিত হয়ে অ্যানিমেশনের নাম ‘লোপেটো’ রাখা হয়েছে। অতীতে মায়েরা তাদের বাচ্চাদের জন্য এই খেলনা তৈরি করতেন।

লোপেটো একটি সৃজনশীল খেলনা ওয়ার্কশপ। ইরানি শিশুদের মধ্যে খুব জনপ্রিয় একটি খেলনা। অজানা ব্যক্তির ভাঙচুরের কারণে এই খেলা বন্ধ হয়ে গেছে। এমন একটি গল্প নিয়ে অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে।

আবদুল্লাহ আলিমোরাদ পরিচালিত ইরানি অ্যানিমেশন ‘লেটস মেক পিস’ এর আগে রাশিয়ার আনিমুর ইন্টারন্যাশনাল অ্যানিমেটেড ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেরা অ্যানিমেশন পুরস্কার পেয়েছে।

আহমেদাবাদ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে৷

সূত্র: মেহর নিউজ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ