মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিহারে বিষাক্ত মদ্যপানে ৩১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্যমতে, বিহারের সারান জেলার গত ১৩ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি বিষাক্ত মদপান করেন। এর পরপরই তারা বমি শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে কয়েকজন মারা যান। বাকিরা বুধবার এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটানার পর ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।