শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
একটি পতাকা লাল আর সবুজের রঙ নিয়ে
স্বাধীনতার সুঘ্রান ছড়ায় বাংলার ঘরে ঘরে
মাথা উচু করে পতপতে গেয়ে যায় বিজয়ের গান
মুক্ত আকাশে-বাতাসে উড়ে চলে একটি পতাকা
যার ছায়াতলে দেশ- খুঁজে নেয় অনাবিল সুখ
তেরশত নদী হাঁটে প্রমত্তা যুবতী ঢেউ নিয়ে
ফুলে ফুলে প্রজাপতি- ভ্রমরেরা করে গুঞ্জরন
গাছে গাছে পাখি ডাকে,বসন্তে কোকিল করে গান।
ডিসেম্বর মাস এলে ত্রিশ লক্ষের রক্তের ক্ষত
লুকে একটি পতাকা গেয়ে যায় বিজয়ের গান
বিরঙ্গনাদের আত্মচিৎকার,স্বজন হারানো নোনাজল নয় মাসের বিদগ্ধ সবুজ পোড়ানো বাংলার মুখ স্বাধীনতার আনন্দ জলে পদ্মা-মেঘনা-যমুনায় ধুয়ে যায় তখন সে পতাকাটি পতপতে মাথা উচু করে
গেয়ে যায় বিজয়ের গান-বাংলার বীর বাঙ্গালীর আর উড়ন্ত বাংলাদেশের সবুজ মানচিত্রের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।