মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া কর্তৃক আফ্রিকা মহাদেশকে ‘অস্থিতিশীল’ করে তোলার ঝুঁকি নিয়ে অঞ্চলটির নেতাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এমন সতর্কবার্তা উচ্চারণ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তিন দিনের মার্কিন-আফ্রিকা শীর্ষ সম্মেলনের শুরুতে আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততার ঝুঁকির কথাও মনে করিয়ে দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, মস্কো ‘সস্তা অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে’ এবং ‘মহাদেশজুড়ে ভাড়াটে সেনা মোতায়েন করছে।’
ইউক্রেন যুদ্ধের মধ্যেই ওয়াশিংটনের উদ্যোগে ৪৯টি আফ্রিকান দেশের নেতাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশগুলোর অনেককেই অর্থনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের জন্য মাশুল গুণতে হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।