Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রমেই আগ্রাসী হচ্ছে চীন, বার্তা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১:১৪ পিএম

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে চীন, এমনই বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সদর দপ্তর পেন্টাগন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের সেনার সঙ্গে লালফৌজের সংঘর্ষের প্রতিক্রিয়া দিতে গিয়েই এই কথা বলেছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে নানা ধরনের নির্মাণকাজ চালাচ্ছে চীন, সেই কথাও উঠে এসেছে রাইডারের বিবৃতিতে।

তাওয়াং সংঘর্ষের পরে জানা গিয়েছিল, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মিটে গিয়েছে। দু’পক্ষেই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সেক্রেটারি রাইডার বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির প্রতি আগ্রাসী হয়ে উঠছে চীন। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অতি-সক্রিয় হয়ে উঠছে বেইজিং।”

তিনি আরও বলেছেন, “সংঘাতের পথে না হেঁটে ভারত যেভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে, সেই উদ্যোগে সম্পূর্ণ সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মিত্র দেশগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। সেই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) চীনের গতিবিধির উপর নজর রাখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই এলাকায় নানা ধরনের পরিকাঠামো তৈরি করছে চীন। সীমান্তে নিজেদের সেনার শক্তি বাড়াতেও বেশ সক্রিয় হয়ে উঠছে বেইজিং প্রশাসন।”

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় চীনের সেনা। গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী স্মৃতি উসকে দেয়া সেই ঘটনায় তোলপাড় হয় জাতীয় রাজনীতি। সরকারের কাছে গোটা ঘটনায় জবাব চায় বিরোধীরা। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আধমরা হলেও ভারতকে কেউ ধ্বংস করতে পারবে না। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • asok ১৪ ডিসেম্বর, ২০২২, ১:৪২ পিএম says : 0
    লাল চীন এর মার খাবার দৃশ্য এখন ভাইরাল ....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ