গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কলাবাগানে রাসেল স্কয়ারের সামনে কাভার্ড ভ্যানচাপায় রিকশারোহী ও রিকশাচালক ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় রিকশা আরোহী ও চালক দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
নজরুল ইসলাম আরও বলেন, রাস্তার পাশে থাকা ট্রাফিক বক্স কাভার্ডভ্যানের ধাক্কায় ভেঙে গেছে। তবে সেখানে কোন পুলিশের সদস্য ছিলা না। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।