Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত দুই

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৫:২০ পিএম

সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা তিনটার দিকে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোঃ ফয়সাল (২৬) ও মোঃ সজীব (১৫)।
নিহত ফয়সাল ও সজীব সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরো একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। নিহত ফয়সাল এক সন্তানের জনক।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত করার জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ