Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিডিয়ার স্বজনপ্রীতি ও সিন্ডিকেট নিয়ে দিঘীর বিস্ফোরক মন্তব্য!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১১:১৩ এএম

ঢালিউডের উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর ২০২১ সালের ১২ মার্চ নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর আরো একটি সিনেমা মুক্তি পায় তার। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম। তবে বড় বেলায় এসে পর্দায় এখনো নিজেকে তিনি মেলে ধরতে পারেননি সেভাবে। যতটা না আলোচনায় থাকেন কাজের খবর দিয়ে তার চেয়ে বেশি থাকেন অন্যান্য বিষয়ে।

সম্প্রতি দীঘি জানালেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির স্বীকার হয়েছেন তিনি। তাকে কাস্ট করার পরেও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে দীঘি ফেসবুকে লেখেন, ‘আপনি জানেন একজন স্টারকিড হওয়ার লড়াই, যার প্রধান তারকাই তার সঙ্গে নেই। আমি প্রায়ই অনেকের পোস্ট দেখি সেখানে নতুনদের কাস্ট করা হচ্ছে। তখন আমি হাসতে থাকি, মানুষ কেন আরেকজনকে মিথ্যা আশা দেয়। যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়।’

তিনি লেখেন, ‘যারা নতুন প্রোজেক্টে জার্নি করছে তাদের সঙ্গে কোনও সমস্যা নেই আমার। কিন্তু আমি সেই ভুয়া মানুষদের জন্য ক্লান্ত। যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে অপমাণিত করে।’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষ বেশি নিষ্ঠুর হয়—সে কথা উল্লেখ করে দীঘি লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির মানুষ বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। তবে আমার কোনও অনুশোচনা নেই, কারণ আমি আমার দক্ষতা সম্পর্কে জানি এবং আমাকে চিনি। আমাকে যারা সত্যিই ভালোবাসে তাদের, আমার বন্ধু ও পরিবারের দোয়া রয়েছে আমার সঙ্গে। এছাড়া আমি আল্লাহর ওপর আস্থা রাখি।’

ইন্ডাস্ট্রির এমন সিন্ডিকেটে অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার এই লেখার পেছনে কোনও উদ্দেশ্য নেই। এটা সবাই জনেন। কিন্তু আমি এই ক্ষোভ তিন বছর ধরে পুষে চলেছি বুকে। এই সিন্ডিকেটের খেলায় আমি একদম ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি, দুঃখিত।’

উল্লেখ্য, ইতোমধ্যে দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা যাবে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ