Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একে পার্টি পার্লামেন্টে হেডস্কার্ফ সংশোধনী প্রস্তাব পেশ করেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:২২ পিএম

তুরস্কের পার্লামেন্টে হেডস্কার্ফ সংশোধনী প্রস্তাব পেশ করেছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)। ডেইলি সাবাহ এই খবর জানিয়েছে।

দলের ভাইস-চেয়ারম্যান ওজলেম জেনগিন বলেছেন, হেডস্কার্ফ বিষয়ে সাংবিধানিক সংশোধনী প্রস্তাব শুক্রবার পার্লামেন্টের স্পিকার মুস্তফা সেন্টপের কাছে জমা দেয়া হয়েছে। রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ওজলেম জেনগিন জানান, বিলটিকে সমর্থন করে স্বাক্ষর করেছেন পার্লামেন্টের ৩৬৬ জন সদস্য। পার্লামেন্টের ছয় শ’ আসনের মধ্যে ৩৩৪টি একে পার্টি এবং তাদের জোটের।

তিনি বলেন, ‘একে পার্টির কাছে হেডস্কার্ফ ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ