Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেসনের ভাবনায় সাকিব-মুস্তাফিজ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০১২ সালে নিউজিল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিয়ে এক বছরের মাথায় বাংলাদেশ ক্রিকেট দলের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছেন মাইক হেসন। চট্টগ্রাম টেস্টে বদলে যাওয়া বাংলাদেশ দলের বীরত্বপূর্ণ ড্র’ দেখে হয়েছেন বিস্মিত। বিশ্বকাপে নিজেদের মাঠ হ্যামিল্টনে বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াই দেখেও বিস্ময়ে তার চোখ ছানাবড়া। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে কোলকাতার ইডেন গার্ডেন্সে মুস্তাফিজুরের ভয়ঙ্কর বোলিং (৫ উইকেট)  দেখে কপালে হাত উঠেছে এই কিউই কোচের। সে কারণেই আসন্ন সিরিজে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মনে করছেন এই কিউই।
বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান এবং বাঁ হাতি পেস বিস্ময় মুস্তাফিজুর রহমানকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড কোচ। গতকাল নিউজিল্যান্ডের স্থানীয় একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাতকারে সে সতর্ক সংকেতই দিয়েছেন তিনি শিষ্যদের উদ্দেশে। বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুরের মধ্যে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের বড় তারকা দেখতে পাচ্ছেন তিনিÑ ‘এ বছর মুস্তাফিজুর আইপিএলে যে ঝড় বইয়ে দিয়েছে, তাতে মনে হচ্ছে আগামীতে বিশ্ব ক্রিকেটে সে অনেক বড় তারকা হিসেবে নিজেকে মেলে ধরবে। ইনজুরি থেকে ফিরেছে সে। খেলায় কতোটা ভুমিকা রাখতে পারবে, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।’
সাকিবকে নিয়েও সতর্ক মাইক হেসনÑ ‘সাকিব এই মুহূর্তে র‌্যাংকিংয়ে বিশ্বে দ্বিতীয় সেরা অল রাউন্ডার। তার বাঁ হাতি স্পিন এবং মিডল অর্ডারে ব্যাটিং ধ্বংসাত্মক। আমি দ্রুতবেগে এমন ১০ জনের নাম বলতে পারব।’
হোমে ২০১৪’র অক্টোবর থেকে ২০১৬’র অক্টোবরÑএই ২ বছরে বাংলাদেশ দল জিতেছে ৫টি ওয়ানডে সিরিজ। পাকিস্তান, ভারত, দ.আফ্রিকার মতো বাঘা বাঘা প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে জিতেছে সিরিজের ট্রফি, তা অজানা নয় এই কিউই কোচের। টেস্ট সিরিজে ইংল্যান্ডের সঙ্গে ১-১এ ড্র’র সাম্প্রতিক অতীতও মাথায় আছে তার। বাংলাদেশ দলের বিস্ময়কর পারফরমেন্স তাই সতর্ক সংকেত দিচ্ছে নিউজিল্যান্ড দলকে। সেকারণেই ৩ ম্যাচের ওয়ানডে, ৩ ম্যাচের টি-২০ এবং ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলকে হালকাভাবে নেয়ার পক্ষপাতী নন মাইক হেসনÑ ‘হোমে তাদের রেকর্ড দূর্দান্ত। গত বিশ্বকাপ থেকে তারা অবিশ্বাস্যভাবে ভাল খেলছে। গত তিন চার বছরে তারা যেভাবে খেলেছে, বিশ্বে তা খুব কম দলকেই তাদের মতো দেখা গেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ