Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলে সাকিব-মুস্তাফিজ: নেটিজেনদের শুভ কামনা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩১ পিএম

আইপিএলের চতুর্দশ আসরের নিলামে দল পেয়েছেন বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার ভারতের চেন্নাইতে এই নিলাম অনুষ্ঠিত হয়।

সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে তার পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে এক কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

আইপিএলে সাকিব-মুস্তাফিজ দল পাওয়ায় শুভ কামনা জানিয়েছেন ভক্ত ও শুভকাঙ্খিরা।

এ বিষয়ে সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেন, ‘একটা সময় কলকাতা নাইট রাইডার্সে বাঙালির একমাত্র প্রতিনিধি ছিলো সাকিব, পরে তাও থাকেনি। এ নিয়ে কেকেআরের মালিক শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রেমীদের কম কথা শুনতে হয়নি। আইপিএলে সাকিব মোটামুটি নিয়মিত দল পেলেও সেখানে তিনি মূল্যায়িত হয়েছেন এক্সট্রা খেলোয়াড়ের মতোই। ধারাবাহিকভাবে দীর্ঘ দিন বিশ্বসেরা অল রাউন্ডারের র‌্যাঙ্কিং ধরে রাখলেও আইপিএলে মাঠে নামতে সাকিবকে নিয়মিত লড়াই করতে হয়েছে। কস্মিন দুয়েকটি ম্যাচে খেলার সুযোগ পেলেও ধারাবাহিকভাবে কখনোই খেলতে পারেননি। মাঝখানে কয়েকটি মৌসুম সাকিবকে ঝেড়ে ফেলে দিয়েছিল কেকেআর। খেলেছেন হায়দ্রাবাস সানরাইজার্সে। সেখানেও একই উপেক্ষা। তবে শুধু সাকিব নন, বাংলাদেশী খেলোয়াড়েরা সব সময়ই আইপিএলে উপেক্ষার শিকার হয়েছেন। তবুও তারা নিলামে নাম অন্তর্ভূক্ত করেন। যে সময়ে অর্থ যেখানে নারীর ইজ্জত ও পুরুষের সম্মানকে নিলামে তুলে অবলীলায় সে সময়ে এই প্রশ্ন অবান্তর। সাকিবের প্রতি কেকেআরের এই অবহেলায় কলকাতার মিডিয়াতে তখন প্রশ্ন উঠতো, সাকিবকে বসিয়ে রাখার জন্য বারবার কেনা হচ্ছে কেন? সেখানকার ক্রিকেট প্রেমীদের অভিমত ছিলো, মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশী দর্শকদের সমর্থন লাভ করে স্পন্সর কোম্পানীর কাছে মূল্য বাড়াতেই নাকি তাকে দলে নেয়া হয়। এবার দেখা যাক---’

সাকিবভক্ত এমডি মহিন উদ্দিন হাসান লিখেন, ‘এইবার কলকাতার একটা খেলাও মিস হবে না, ইনশা আল্লাহ। সবগুলোই দেখবো। সাকিব আছে যেখানে, আমরা আছি সেখানে।’

তৌফিকুল ইসলামের ধারণা, ‘সাকিবের সুযোগ কম মিলবে, সেই তুলনায় মুস্তাফিজ বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে।’

অভিনন্দন জানিয়ে রঞ্জিত দাস লিখেন, ‘সাকিব-মুস্তাফিজ দুজনকেই অভিনন্দন। ভালো খেলে বাংলাদেশর সুনাম বজায় রাখুক- এটাই প্রত্যাশা করি।’

লোকমান খান লিখেন, ‘বিশ্ব ক্রিকেটের তুমুল প্রতিযোগিতা পূর্ণ আসর হচ্ছে আইপিএল। এখানে পারফর্ম করাটা খুবই জরুরী। প্রত্যেকটা ম্যাচের বেস্ট পারফর্মার পরবর্তী ম্যাচের জন্য সিলেক্ট হবেন। সুতরাং কে কোন ম্যাচে খেলবে বা বাদ পড়বে, সেটা নির্ভর করে ম্যাচের পারফর্মেন্সের উপর। শুভ কামনা রইলো সাকিব এবং মুস্তাফিজের জন্য।’

মুস্তাফিজভক্ত শহিদুল ইসলাম চঞ্চল লিখেন, ‘আশা করছি এবার মুস্তাফিজ আইপিএল এ ভালো কিছু করবে। শুভ কামনা রইলো।’

সাকিবের ছবি শেয়ার করে এসএম আল আমিন লিখেন, ‘বিশ্বসেরা খেলোয়াড় সাকিব আল হাসান সত্যিই বাংলাদেশের গর্ব। কলকাতা নাইট রাইডার্সের জন্য শুভ কামনা। অভিনন্দন বাংলাদেশের প্রাণ সাকিব আল-হাসান।’



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৮ এএম says : 0
    বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিলামে এতকম কেন??যেখানেই মঈন আলী সাতকোটি সাকিবের দশকোটির বেশি দাম হওয়া উচিৎ ছিল। এই সাকিব অষ্ট্রেলিয়া বা ইংল‍্যান্ডের খেলোয়াদের কেও হতেন যদি ভারতীয় খেলোয়ার হতেন রীতিমতো অধিনায়কের দায়িত্ব সহ সব্বোউচছ দামের আইপিএলে খেলোয়াদের তালিকায় থাকতেন। তারপরও আইপিএলে কলকাতা কে ধন্যবাদ। পাপন চাচার নিকট ক্রিকেট অনুরাগীদের বিনীতভাবে বলতে হবে। শ্রিলংঙ্কা সফরে সাকিব মুস্তাফিজ কে আইপিএলের জন্যে বাদদিয়ে ক্রিকেট বাংলাদেশ টিম করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা মাঝে থেকে নিজের ইচ্ছার ও ব‍্যাক্তি স্বাধীনতা বিরুদ্ধে যেন পাপন চাচা প্লিজ মানুষিক অত‍্যাচার করবেন না। এটি ক্রিকেট অনুরাগীদের প্রত‍্যাশা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএলে সাকিব-মুস্তাফিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ