Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাকিব-মুস্তাফিজের লড়াই কি আজ?

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নিলামে উঠতে হয়নি সাকিবকে। অপরিহার্য ক্রিকেটারদের তালিকায় সাকিবকে রেখে দিয়েছে তার পুরোনো দল কোলকাতা নাইট রাইডার্স (কে কে আর) এবারো। তবে চলমান আইপিএল’র প্রথম ২ ম্যাচে সাকিব সুযোগ পাননি প্রথম একাদশে। প্রথম ম্যাচে বাঁ হাতি বয়োজৈষ্ঠ্য স্পিনার ব্রাড হজ পারফর্ম করায় (৩/১৯) আজ সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচেও সাকিবের একাদশে থাকা নিয়ে দেখা দিয়েছে শংকা। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে উইন্ডিজ অফ স্পিনার সুনীল নারাইনও সুযোগের অপেক্ষায়। বিদেশী কোটায় প্রথম ২ ম্যাচে প্রোটিয়া অল রাউন্ডার কলিন মুনরো করেননি পারফর্ম। এই পজিশনেই নারিনের সঙ্গে সাকিব আছেন বিবেচনায়। হায়দারাবাদে আজ ডে-নাইট এই ম্যাচটির দিকে তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরাও। কারন, দল দু’টিতে যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের সেরা ২ টি-২০ সেনসেশন সাকিব-মুস্তাফিজুর। আইপিএল মিশনের প্রাক্কালে এই দিনটির দিকেই তাকিয়ে ছিলেন মুস্তাফিজুর। সানরাইজার্স হায়দারাবাদ ১ কোটি ৪০ লাখ রূপীতে এই বাঁ হাতি কাটার মাস্টারকে নিলামে কিনে দিয়েছে খেলার নিশ্চয়তা। কোচ টম মুডি এবং মেন্টর ভি ভি এস লক্ষন শুধুই নয়, দলটিতে সবার চোখের মনি এখন মুস্তাফিজুর। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪-০-২৬-২, কি দূর্দান্ত বোলিংই না করেছেন বাংলাদেশের এই বাঁ হাতি পেসার। কাটার যাদুতে ডি ভিলিয়ার্স,শেন ওয়াটসনের মতো বিশ্বসেরাদের শিকারে ভারত মিডিয়ায় এখন মুস্তাফিজুর বন্দনা। সানরাইজার্স হায়দারাবাদ নিজেদের মাঠে আজ কোলকাতা নাইট রাইডার্সকে হারাতে মুস্তাফিজুরকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহারের ছক যখন আকঁছে, তখন সাকিব আছেন সুযোগের অপেক্ষায়। আশিষ নেহরা ইনজুরিতে ছিটকে পড়ায় মুস্তাফিজুরের উপর দায়িত্বটা যে পড়েছে একটু বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব-মুস্তাফিজের লড়াই কি আজ?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ