Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোবা নিঃশ্বাস

ফারজানা ইয়াসমিন | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম

কতো রাত নিঃশব্দে ক্রন্দনে বুক ভাসে হায়,
বোবা নিঃশ্বাস চেপে বসেছে রক্তের কণিকায়।
অস্ফুট স্বরে দীর্ঘদিনের অব্যক্ত কষ্ট গুলো,
হৃদপিÐে কামড় দিয়েছে বিষাক্ত ফণা তুলে।
তব্ওু বেঁচে আছি যন্ত্রণা গুলো বয়ে নিয়ে,
দগদগে ক্ষত গুলো তুষের আগুন দেয় জ্বালিয়ে।
বিভীষিকাময় জীবন টেনে চলেছে দিনগুলো,
হয়তো নিঃশব্দে নিঃশ্বাসে মিশে গেছে কষ্ট গুলো।
চেপে রাখা কথা গুলো একটা সময় জ্বলে ওঠে,
ভুলে যেতে চাইলেও ফিরে আসে দমকা হাওয়ায় মতো।
চোখের কোণে জমে থাকা জল ঝর্ণা হতে জানে,
তাই মনের অজান্তেই ছুটে যায় সাগরের বুকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন