প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে জটিলতায় এবার বাংলাদেশি নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে তলব করেছেন তেহরানের একটি আদালত। এমনটাই বলছেন ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম। একই সাথে আদালতে তলবের একটি কাগজ প্রকাশ করেছেন তিনি, যাতে ফারসি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহর রয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে জমজম বলছেন, ‘আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে ২৫ ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে।’
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জমজম আরো লিখেন, ‘সিনেমার সমস্ত কলাকৌশলী ও প্রধান অভিনেতারা আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য দিয়েছেন এবং ইরানের তৎকালীন সাংস্কৃতিক উপদেষ্টা ড. হোসেইনি, যার তত্ত্বাবধানে এবং স্বাক্ষরে সিনেমার চুক্তি সম্পন্ন হয়েছিল (চুক্তি স্বাক্ষরের ছবিতেও তিনি উপস্থিত রয়েছেন), তাকেও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে আমন্ত্রণ জানানো হয়েছে- আশা করি শিগগিরই ন্যায্য ব্যক্তি তার ন্যায্য অধিকার ফিরে পাবে।’
তবে এ বিষয়ে অনন্ত জলিল সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বলেন, ‘সে যদি মামলা করে থাকে তাহলে করতে পারে। আমি ভিনদেশি, আমাকে তো আর নিয়ে যেতে পারবে না। আর সে মামলা করেছে তো কী হয়েছে, আমিও মামলা করেছি। আমি ভদ্র বলেই মামলা করা নিয়ে উচ্চবাচ্য করিনি।’ এই অভিনেতা বলেন, ‘জমজম তেহরানে মামলা করেছে, আমি ঢাকায় মামলা করব। আমি সত্যের পথে আছি।’
অনন্ত জলিল শর্ত ভঙ্গ করেছেন, এমন অভিযোগ ছিল জমজমের। তার দাবি, ‘তিনি চুক্তি ভেঙেছেন এবং নিজের দায়িত্ব পালন করেননি। বরং তিনি আমার অর্ধনির্মিত সিনেমা নিয়ে নষ্ট করে ফেলেন; যদিও আমি মূল প্রযোজক ছিলাম। তিনি তার মতো করে সিনেমা বানিয়ে ফেলেন।’ অভিযোগের প্রেক্ষিতে অনন্ত জলিল বলেন, ‘এগুলো সব মিথ্যা কথা। ওই ভদ্র লোকের সমস্যা আছে। এগুলো ১০০% মিথ্যা কথা।’
এদিকে শিগগিরই 'কিল হিম' সিনেমার শুটিং শুরু করবেন অনন্ত। আগামী বছর ঈদে মুক্তি পাবে ‘নেত্রী দ্যা লিডার’ সিনেমাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।