Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-ইউরোপ এক্সপ্রেস ট্রেনের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ১২:৩১ পিএম

গতকাল (রোববার) চীনের ইইউ থেকে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ছেড়ে গেছে ১০০টি টিইইউ বহনকারী একটি ট্রেন।

এটি চলতি বছর ইইউ থেকে ছেড়ে যাওয়া চায়না-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ১৫০৬তম ট্রেন। ফলে ই’উ থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গেছে।

চলতি বছর চায়না-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের চলাচলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ৪ ডিসেম্বর পর্যন্ত এ পথে মোট ১.২৪ লাখ টিইইউ পাঠানো হয়েছে, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। আর রিটার্ন ট্রেনের সংখ্যা গত বছরের চেয়ে ১৩৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ই’উ’র চায়না-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের আমদানি-রফতানির পরিমাণ ১৮.৬৩ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ