নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালের ৪ এপ্রিল অস্ট্রেলিয়ার গোলকোস্টে বসবে কমনওয়েলথ গেমসের ২১তম আসর। আর শেষ হবে ১৮ এপ্রিল। বৃহৎ এই ক্রীড়া আসরের ১৮ ডিসিপ্লিনের ২৭৫টি ইভেন্টে কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন। যেখানে গেমসের দশ ডিসিপ্লিনে খেলবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। গত ২৫ অক্টোবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ডিসিপ্লিনগুলো হলোÑ অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, শুটিং, সুইমিং, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, হকি ও বিচ ভলিবল। বিওএ’র বিস্বস্ত সূত্রে গতকাল বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এ প্রসঙ্গে বিওএ’র ওই সভায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফকরুদ্দিন হায়দার বলেন, ‘২১তম কমনওয়েলথ গেমস ২০১৮ সালে অনুষ্ঠিত হবে। তাই খেলোয়াড়দের এন্ট্রি বাই নাম্বার একটু বেশি করে রাখাই শ্রেয়। পরে ২০১৭ সালের জুলাই মাসে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংখ্যা চূড়ান্ত করা যাবে। ফলে উপস্থিত কর্মকর্তাদের সুপারিশক্রমে আপাতত দশটি ডিসিপ্লিনে বাংলাদেশের নিবন্ধন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। গোলকোস্টে বাংলাদেশ থেকে অ্যাথলেটিক্স (ট্র্যাক ইভেন্ট), ব্যাডমিন্টন, বক্সিং, শুটিং, সুইমিং, টেবিল টেনি ও কুস্তিতে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও অ্যাথলেটিক্স ফিল্ড ইভেন্ট, ভারোত্তোলন, হকি এবং বিচ ভলিবলে কোয়ালিফাই (ওয়াইল্ড কার্ড) করলে বাংলাদেশ অংশ নেবে।’
এর আগে ২০১৪ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২০তম কমনওয়েলথ গেমসে প্রায় দু’কোটি টাকা খরচ করে দশটি ডিসিপ্লিনে খেলেছিলেন বাংলাদেশের ৩০ জন ক্রীড়াবিদ। কিন্তু শুটিং ছাড়া বাকি নয় ডিসিপ্লিনেই ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। শুটিংয়ে আব্দুল্লাহহেল বাকি রৌপ্য পদক জিতলেও বক্সিং, সাঁতার, অ্যাথলেটিক্স, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, ভারোত্তোলন, কুস্তি, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে কেবল অংশ নেয়াই ছিল সার। হিসেব কষে দেখা গেছে গ্লাসগো কমনওয়েলথ গেমসে জয় করা একটি রুপার দামই পড়েছিল দু’কোটি টাকা। বাকি ডিসিপ্লিনগুলোর মধ্যে পদক জয়ের দুরাশা করে গেলেও লাল-সবুজের সব ক্রীড়াবিদই ব্যর্থ হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।