প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী আবারো একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। নতুন বছরে তিনি নতুন চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেছেন। চলচ্চিত্রের নাম ‘মাটির টানে’। এর কাহিনী , সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করবেন তিনি নিজেই। এরইমধ্যে চলচ্চিত্রের স্ক্রিপ্টের কাজ শেষ করেছেন তিনি। অরূপ রতন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে নিজের মধ্যে লালন করে এমন অনেক মুক্তিযোদ্ধা আমাদের দেশে আছেন। ঠিক তেমনই একজন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মিত হবে আমার এবারের চলচ্চিত্র। সেই মুক্তিযোদ্ধা নীরবে নিভৃতে এই প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। এই পুরো বিষয়টি নিয়েই আমি এবারের চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকেই আমি মাটির টানে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি।’ ড. অরূপ রতন চৌধুরী গত বছর সমাজ সেবার কারণে একুশে পদকে ভূষিত হন। চলতি বছর তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’ মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন ফেরদৌস ও নিপুণ’সহ আরো অনেকে। অরূপ রতন চৌধুরী ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে যোগ দেন। একজন শব্দসৈনিক হিসেবে যেসব গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজয় নিশান উড়ছে ঐ, নোঙ্গর তোল তোল সময় যে হলো হলো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে উল্লেখযোগ্য। সম্প্রতি ড. অরূপ রতন’সহ আরো অনেক শব্দসৈনিককে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেন। অরূপ রতন বলেন, ‘সরকারের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে শেষপর্যন্ত একজন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। আজ ভীষণ গর্বিত আমি, আমরা সবাই।’ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’তে অরূপ রতন চৌধুরী ও নাসরিন আহমেদ’র কণ্ঠে প্রথম প্রচার হয় ‘জ্বলছে জ্বলছে জ্বলছে প্রাণ আমার দেশ আমার’ গানটি।
ছবি : অরূপ রতন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।