Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রকৃতি প্রেম

সৈয়দুল ইসলাম

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম


এক শান্ত নিবিড় গ্রাম,
গ্রামের আলো-বাতাস, সোঁদা মাটির গন্ধে আমার বেড়ে ওঠা। পাখির কলকাকলি, মসজিদের আজানের ধ্বনিতেই আমার ভোর হয়। সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে পুলকিত হই আনন্দে হারিয়ে যাই ওপার সুখরাজ্যে।
সবুজ শ্যামল প্রকৃতি বড়োই মনোরম,
অপূর্ব ছায়াঘেরা অবারিত সবুজের সমারোহ আমার চারপাশে খেলা করে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য
সরষে ফুলের মায়াবী হাসি নয়নকাড়ে, যতোই দেখি মন ভরে। পূর্ণিমা রাতে ঝলমল করে চারপাশ
চাঁদ যেনো হাতছানিতে কাছে ডাকে, অসংখ্য তারার ঝলকানিতে মানুষ পথ চেনে ঘরে ফিরে। কি যে আনন্দ! অমাবস্যা তিথিতে জোনাক পোকার আলো বনবাদাড়ে দৃষ্টি কাড়ে, কি অপরূপ দেখতে প্রকৃতি যেনো খুঁজে পায় নতুন প্রাণ। পাখপাখালির কিচিরমিচির
শুকনো পাতার মর্মর ধ্বনি অন্তরে দাগ কাটে।
এদিকে নদীর শান্ত মধুর স্রোত আর ঢেউয়ের ছন্দ
যেনো ভালোলাগার সীমারেখা অতিক্রম করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন