Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ইসলামী গানের মিউজিক ভিডিওতে মিশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১০:০৩ এএম

সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একটি ইসলামিক গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

ইসলামিক গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিশা সওদাগর বলেন, 'সিনেমায় অভিনয় করলেও আমি প্রায়ই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তবে ইসলামিক গানে প্রথমবার মডেল হিসেবে অভিনয় করেছি। ভীষণ উপভোগ করেছি শুটিংয়ের পুরোটা সময়। গানের কথার পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশকিছু মেসেজ রয়েছে। আশা করি দর্শক-শ্রোতাদের কাছে ভালো লাগবে এই মিউজিক ভিডিওটি।’

রফিকুল ইসলাম তৌহিদের লেখা এবং বদরুজ্জামানের সুর ও কণ্ঠে ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামের ইসলামিক গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে মিশা সওদাগরকে।

মিশা সওদাগর তার ক্যারিয়ার শুরু করেছিলেন একটি গানের ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে। এরপর তিনি ছটকু আহমেদের ‘চেতনা’ ও ‘অমর সঙ্গী’ নামে দুটি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন। এরপরে খল চরিত্রে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করে নেন এই অভিনেতা।

চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি বর্তমানে শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছেন। মিউজিক ভিডিওটি শিগগিরই রিলিজ পেতে যাচ্ছে।



 

Show all comments
  • রফিকুল ইসলাম তাওহিদ ১ ডিসেম্বর, ২০২২, ৩:৩০ পিএম says : 0
    রফিকুল ইসলাম তাওহিদ হবে তৌহিদ নয়। ঠিক করে নিলে ভালো হতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ