Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বাত্মক সফলে মাঠে আওয়ামী লীগ

পলোগ্রাউন্ডে জনসভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ডে আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সর্বাত্মক সফলে সর্বশক্তি নিয়ে মাঠে আওয়ামী লীগ। বসে নেই অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। যে যেভাবে পারছেন নেমে পড়েছেন প্রচারে। মাইকিং, পোস্টারিং, পথসভা, ট্রাক ও মোটর সাইকেল র‌্যালিতে জমজমাট প্রচার চলছে মহানগরী এবং জেলায়। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভাকে যে কোন মূল্যে সফল করতে মহানগর এবং জেলা আওয়ামী লীগের নেতারা নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন। প্রায় এক মাস ধরে চলছে জনসভা সফলের প্রস্তুতি। এর সাথে কেন্দ্রীয় নেতারাও সম্পৃক্ত হয়েছেন। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী, এমপিরাও নিজ নিজ সংসদীয় এলাকায় গণসংযোগ, প্রস্তুতি সভা করছেন। প্রত্যেক এলাকা থেকে নেতাকর্মীদের ব্যাপকহারে জনসভায় হাজির করতে চলছে নানা প্রস্তুতি। পলোগ্রাউন্ডে মঞ্চ নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ঢাকা থেকে আনা হয়েছে কয়েকশ মাইক। জনসভা স্থলের এক বর্গ কিলোমিটার এলাকায় এসব মাইক লাগানো হবে। জনসভা সম্প্রচারে বসানো হবে সাতটি বড় পর্দা। ইতোমধ্যে জনসভার ময়দানকে ঘিরে আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো মহানগরীতে এখন উৎসবের আবহ। গতকালও নগরীর বিভিন্ন এলাকায় ট্রাক ও মোটর সাইকেল র‌্যালি হয়েছে।

শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে এবং জনসভা সফলে রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে গতকাল এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফর আলী। বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সফি বাঙালী। রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে মোটর শোভা যাত্রাটি নগরীর সিআরবি থেকে শুরু হয়ে কদমতলী, রেলওয়ে স্টেশন, নিউমার্কেট, কাজির দেউড়ি, লালখান বাজার, টাইগারপাস, আমবাগান, সেগুনবাগান, ওয়ার্লেস মোড়, ফ’য়স লেক, আকবরশাহ রেলওয়ে হাউজিং সোসাইটি, মাষ্টার লেইন, শহীদ লেইন, শহীদ শাহজাহান মাঠ হয়ে পাহাড়তলী ওয়ার্কসপ কারখানার গেইটে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, শ্রমিক লীগ নেতা শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের ইসলাম ডলার, ইমাম হোসেন উজ্জ্বল, মো. মিজানুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. ফরহাদ হোসেন প্রমুখ।

এদিকে জনসভা সফল করতে সর্বশেষ প্রস্তুতি নিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।



 

Show all comments
  • hassan ১ ডিসেম্বর, ২০২২, ১০:২৪ পিএম says : 0
    তোরা তো আমাদের দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলেছিস তোরা তো অবৈধ সরকার তোরা মানুষের ঘরে জঘন্যতম অত্যাচার করিস আল্লাহ তাদের উপর গজব দান করুক আমিন>>>>>এই দেশদ্রোহী মানবতা বিরোধী সরকার নিজেরাই গাড়িতে আগুন দেবে দোকানপাট আগুন লাগাবে আর দোষ দিবে অন্য কাউকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ