মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন সেনেটে পাশ হল এক ঐতিহাসিক বিল। সমলিঙ্গের বিয়ে তথা সমকামী বিয়েকে সুরক্ষা দিতে তৈরি বিলটি ৬১-৩৬ ভোটাভুটিতে গৃহীত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ভালবাসা হল ভালবাসা। ভালবাসার মানুষকে বিয়ে করার অধিকার থাকা উচিত মার্কিনদের।’
তবে বিলটি পাশ করাতে বেশ পরিশ্রম করতে হয়েছে ডেমোক্র্যাটদের। ১০০ সদস্যের সেনেটে ডেমোক্র্যাটদের আসন ৫০। তাই বিল পাশ করাতে রিপাবলিকানদের মধ্যে থেকে অন্তত ১০টি ভোট দরকার ছিল। শেষ পর্যন্ত বিলটির পক্ষে ভোট পড়ে ৬১। বিপক্ষে ৩৬। পাশ হয়ে যায় বিলটি। এবার বিলটি নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টিটিভস’-এ যাবে। আশা করা যাচ্ছে, সেখানেও বিলটি পাশ হয়ে যাবে অনায়াসে। এরপর সেটি বাইডেনের সইয়ের জন্য পাঠানো হবে।
বিলটি পাশ হওয়ার পরে বাইডেনকে বলতে শোনা যায়, ‘আজ সমকামী বিয়ের আইন সংক্রান্ত বিলটি দ্বিদলীয় সেনেটে পাশ হওয়ার মাধ্যমে আমেরিকা একটি মৌলিক সত্যকে পুনরায় নিশ্চিত করতে যাচ্ছে- ভালবাসা হল ভালবাসা। মার্কিনদের তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করার অধিকার থাকা উচিত।’
উল্লেখ্য, ২০১৫ সালে মার্কিন সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিয়ের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু জুন মাসে সুপ্রিম কোর্ট গর্ভপাতের অধিকার রক্ষার সিদ্ধান্ত বাতিল করে দেয়। সেই সময় মুক্তমনাদের আশঙ্কা তৈরি হয়েছিল, হয়তো সমলৈঙ্গিক বিয়েও এর ফলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এরপরই ডেমোক্র্যাট সরকার এই বিয়েকে রক্ষা করতে এই বিলটি আনে। যা সেনেটে পাশ হল মঙ্গলবার।
আমেরিকায় সমকামী বিয়ের পক্ষে বহু সাধারণ মানুষের মত রয়েছে। তবে তা নিয়ে বিতর্কও কম নেই। এদিন ৩৬ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। মনে করা হচ্ছে, ধর্মীয় অধিকার সংক্রান্ত বোধ থেকেই তারা এর বিরোধিতা করেছেন। সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।