মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরের এক সুপারশপ মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী থাকল। গত ১৯ নভেম্বর সুপারশপেই চার হাত এক হলো এক বয়স্ক যুগলের। আংটিবদল থেকে শুরু করে বিয়ের সমস্ত রীতিও পালন সেখানেই করেছেন তারা।
রিপোর্ট, এই সুপারশপেই প্রথম দেখা হয়েছিল তাদের। কনে ছিলেন নাছোড়বান্দা। যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেখানেই বিয়ে করবেন তিনি— হবু বরের কাছে এমনটাই দাবি রেখেছিলেন তিনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কনের নাম ব্রেন্ডা উইলিয়ামস। ৭২ বছর বয়স তার। অ্যারিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরের এক সুপারশপে কেনাকাটা করতে গিয়ে ব্রেন্ডার আলাপ হয় ৭৮ বছর বয়সী ডেনিস ডেলগাডোর সঙ্গে।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডা বলেন, আমি দোকানের মধ্যে রয়েছি, হঠাৎ দেখি আমার পেছনে দাঁড়িয়ে কেউ এসে বলছেন, মাস্ক পরার একটাই সুবিধা, পাশের লোককে হঠাৎ কোনো মন্তব্য করলে সে বুঝতে পারে না। ঠোঁট নড়লেও তা মাস্কের আড়ালেই থাকে।
এরপরেই চলে ব্রেন্ডা-ডেনিসের ক্ষণিকের আলাপপর্ব। কিছুক্ষণ সময় কাটানোর পর ফোন নম্বর আদান-প্রদান করেন দু’জনে। কয়েক মাস একে অপরকে ডেট করার পর ব্রেন্ডার বাড়ির দরজার সামনে হাজির হন ডেনিস। ব্রেন্ডাকে বিয়ের প্রস্তাবও দেন তিনি।
ব্রেন্ডা ভাবেন, ডেনিস মনে হয় নেশার ঘোরে রয়েছেন। কিন্তু ডেনিস জানান, ব্রেন্ডার জন্য বিয়ের আংটি কিনতে চান তিনি। ডেনিসের প্রস্তাবে রাজি হয়ে যান ব্রেন্ডা। কিন্তু যে সুপারশপে তাদের দু’জনের প্রথম দেখা হয়েছিল, সেই সুপারশপেই বিয়ে করতে চেয়েছিলেন ব্রেন্ডা। অবশেষে ব্রেন্ডার ইচ্ছা মতোই সুপারশপেই বিয়ে করলেন ডেনিস-ব্রেন্ডা। সুপারশপের ক্রেতাসহ কর্মীরা সাক্ষী রইলেন এক মিষ্টি প্রেমগাথার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।