মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের বিতর্কে ভারতের আলোচিত যোগগুরু রামদেব। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নারীদের উদ্দেশ্যে মন্তব্য করেন যে, পোশাক না পরলেও নারীদের ভালো লাগে। এ নিয়ে ফের একবার সমালোচনার মুখে পড়েছেন পতঞ্জলি প্রধান।
টুইটারে ভিডিও শেয়ার করে দিল্লি কমিশন ফর ওমেনের চিফ স্বাতী মালিওয়াল রামদেবকে ক্ষমা চাইতে বলেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
তিনি লিখেছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্য়মন্ত্রীর স্ত্রীর সামনে রামদেবের এই উক্তি অশোভন ও নিন্দাজনক। সমস্ত মহিলারাই এতে আঘাত পাবেন। রামদেবের এনিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।
এদিকে রামদেবের মন্তব্য নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর স্ত্রী আমরুতা ফরনবীশ এনিয়ে প্রতিবাদ করেননি।
তিনি বলেন, শিবাজি নিয়ে রাজ্যপাল যখন মন্তব্য করছেন তখন সরকার নীরব থাকছে। এখন বিজেপির প্রচারক রামদেব নারীদের অপমান করছেন তখনও চুপ। সরকার কি তার জিহ্বাকে দিল্লির কাছে বন্ধক রেখেছে?
ওই ইভেন্টে উপস্থিত হয়ে যোগগুরু বলেন, 'আপনাদের শাড়িতে ভালো লাগে, আপনাদের সালোয়ারে ভালো লাগে যেমন অমরুতা জির মতো। আবার আমার মতো যখন আপনারা কিছু পরেন না তখনও ভালো লাগে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।