Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের বিরলে দুই ভাইয়ের লাশ উদ্ধার, ঘাতক পিতা পলাতক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ১২:৫৫ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে তাদের বাবা তাদেরকে বিষ খাইয়ে হত্যা করে মরদেহ বস্তা দিয়ে ঢেকে দেয়।

উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা দিনমজুর শরিফুল ইসলামের স্ত্রী ঢাকায় কাজ করার উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে সাত বছরের রিমন ও তিন বছর বয়সি ইমরান রেখে যায়। এর মাঝে স্বামী তার স্ত্রীকে আনতে ঢাকায় গেলে তাকে তালাক দেয়ার কথা জানায় স্ত্রী। ফিরে এসে গতকাল বৃহস্পতিবার রাতে কাপড় কেনার নাম করে তাদের নিয়ে বের হয়। পরে কোন এক সময়ে সে দুই সন্তানকে হত্যা করে।

ঘাতক বাবাকে এখনও আটক করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছে যে বাবাও হয়তো আত্বহত্যা করেছে। কিন্তু কোথায় কিভাবে অথবা তার মরদেহ পুলিশ উদ্ধার করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ