প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গতকাল মঙ্গলবার কাতার বিশ্বকাপের আসরের সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে। ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা ০২-০১ গোলে পরাজয় বরণ করেছে সৌদি আরব ফুটবল দলের কাছে।
এতে সৌদি আরবের সমর্থকদের চেয়ে বেশি উচ্ছ্বসিত এদেশের ব্রাজিল সমর্থকরা। তাদের উচ্ছ্বাসের মূল কারণ আর্জেন্টিনার পরাজয়। খেলা শেষ হতেই তারা টিপ্পনী কেটে চলেছেন আর্জেন্টিনা সমর্থকদের। তবে এর ব্যতিক্রম দেখা গেছে পরীমণি ও শরিফুল রাজের মাঝে।
রাজ ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার পরাজয়ের দিনে দলটির সমর্থক পরীমণির পাশে ছিলেন। স্ত্রীর মন ভালো করতে গায়ে চাপিয়েছিলেন আর্জেন্টিনার জার্সি। পরাজিত দলের কষ্টের ভাগ পরীমণির সঙ্গে নিয়েছিলেন ভাগ করে। একজন ব্রাজিল সমর্থকের এমন ব্যতিক্রম আচরণ পরীকে পরাজয়ের গ্লানি কাটিয়ে উঠতে অনেকটাই সহায়তা করেছে। স্বামীর এই উদারতার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন পরী।
নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনার জার্সি পরে সন্তান রাজ্যকে কোলে নিয়ে হাসছেন রাজ। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘উনি ব্রাজিল সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে!’
রাজের এমন আচরণ নেটিজেনদেরও বেশ ভালো লেগেছে। চির প্রতিদ্বন্দ্বীর জার্সি গায়ে চাপানোটা স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেকে।
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সি গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা-সৌদি আরব। ম্যাচের শুরুতে লিওনেল মেসি পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিলেও, শেষপর্যন্ত লিড ধরে রাখতে পারেনি স্ক্যালোনি বাহিনী। দলের রক্ষণভাগের ব্যর্থতায় দ্বিতীয়ার্ধের আট মিনিটের মধ্যে দলটিকে মাটিতে নামিয়ে আনে এশিয়ার পরাশক্তি সৌদি আরব
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।