মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়া থেকে তুরস্কে রকেট হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২১ নভেম্বর) তুর্কি জেলা কারকামিসে এই প্রাণহানির ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সিরিয়া থেকে তুরস্কে পাঁচটি রকেট হামলা চালানো হয়। এর মধ্যে একটি হাসপাতালে আঘাত হানে। এতে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
অপর রকেটটি দুটি ঘরের পাশাপাশি সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি ট্রাকেও আঘাত হানে। তবে তাতে হতাহতের খবর পাওয়া যায়নি।
ভাইরাল এক ছবিতে দেখা যায়, কারকামিসের একটি স্কুলের জানালা ভেঙে গেছে। একটি ট্রাকে আগুন জ্বলছে।
আগের দিনও (রোববার) সিরিয়া থেকে ছোড়া রকেট সীমান্ত ক্রসিংয়ে আঘাত হানে। এতে তুরস্কের ছয় পুলিশ সদস্য এবং দুই সেনা আহত হন।
একই দিনে সিরিয়ায় কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটে (ওয়াইপিজি) হামলা চালায় তুরস্কের বিমান বাহিনী। এতে ৩১ জনের প্রাণহানি ঘটে। এরপর উত্তর সিরিয়া থেকে রকেটগুলো ছুড়েছে কুর্দি যোদ্ধারা বলে সন্দেহ করা হচ্ছে।
একই দিন উত্তর ইরাকেও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিতে (পিকেকে) বিমান হামলা চালায় তুরস্ক।
গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হন। এই হামলায় পিকেকে জড়িত বলে দাবি করে তুরস্ক। সিরিয়ায় ওয়াইপিজিকে পিকেকের সহযোগী মনে করে আঙ্কারা। তবে ইস্তাম্বুল হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পিকেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।