মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভাসগলু শনিবার জঙ্গি দমনে সিরিয়ার ইদলিবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে শনিবার দেখা করেন কাভাসগলু।সেখানে তিনি এ আহ্বান জানান। -ডেইলি সাবাহ
আফগানিস্তানে শান্তি ফেরাতে সেখানে তালেবানের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র। তুরস্কের ‘ব্যাকআপ’ হিসেবে অস্ত্রটি পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
কাভাসগলু বলেন, বাশার সরকারকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে। ওই বিশ্বাসঘাতকদের (বাশার) হামলায় আমাদের ৩৬ সেনা শহীদ হয়েছেন। আমরা এর সমুচিত জবাব দিয়েছি। এ জবাব আমরা দিতেই থাকব।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো ইদলিবে বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা থামানো এবং এ অঞ্চলে স্থায়ী অস্ত্র বিরতি নিশ্চিত করা। বাশার সরকার এবং এর সহযোগীদের আগ্রাসন বন্ধ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।