Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈল হাসপাতালে আর একধাপ উন্নতি

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : স্বাস্থ্য বিভাগে সরকারের উন্নয়ন অব্যাহত। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার আর এক ধাপ উন্নতি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানান গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থাপনায় সারাদেশে ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাণীশংকৈল উপজেলা কমপ্লেক্সে সাতজন নার্স ১৫ ডিসেম্বরে যোগদান করেছে। এদিকে ২৯ জন ডাক্তারের জায়গায় ১২ জন ডাক্তার কর্মরত থাকলেও তার মধ্যে দুইজন ডাক্তার ২০১০ থেকে কর্মস্থলে অনুপস্থিত। তারা হ”েনÑ ডাক্তার আব্দুল্লা আল-মামুন এবং ডাক্তার খন্দকার মারিয়া আরফিন। জরুরি বিভাগে কোনো ওয়াড বয় নেই। সেখানে একজন সুইপার রুগীদের জখম স্থান সেলাই করে থাকে এবং একজন বহিরাগত যুবকে দেখা যায়। অপর দিকে হাসপাতালে সিজারিংয়ের যাবতীয় ব্যবস্থাপনা থাকলেও সংশ্লিষ্ট ডাক্তারের অভাবে সিজারিং কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে এলাকার গরিব প্রসুতি মা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ব্যাপারে টি এইচ ডাক্তার কবির জানান, সিজারিং সংশ্লিষ্ট ডাক্তারের জন্য সিজারিং কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি বলেন ইতোমধ্যেই সিজারিং ডাক্তারের জন্য চাহিদা দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ