Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাহসিন ও পরাগের উন্নতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালের মাস্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদী হাসান পরাগের উন্নতি হলেও অবনতি হয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের। পরশু রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নয় রাউন্ড পদ্ধতির টুর্নামেন্ট শেষে জিয়াপুত্র তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে ৪ পয়েন্ট পেয়ে হয়েছেন ৭৮তম। ৯৫ নম্বর বাছাই খেলোয়াড় হিসেবে তিনি টুর্নামেন্ট শুরু করেছিলেন। অন্যদিকে মেহেদী হাসান পরাগ ৩ পয়েন্ট নিয়ে হয়েছেন ১২৭তম। তিনি খেলা শুরু করেছিলেন ১৩৫ নম্বর সিডেড খেলোয়াড় হিসেবে। এদিকে ৯ ম্যাচ শেষে বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ৪ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছেন ৭৫তম স্থানে। টুর্নামেন্ট শুরুর সময় তিনি ছিলেন ৫৭ নম্বর বাছাই খেলোয়াড়। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানও সাড়ে ৪ পয়েন্ট পেয়ে হয়েছেন ৭৬তম। টুর্নামেন্ট শুরুর সময় তিনি ছিলেন ৬৬ নম্বর বাছাই খেলোয়াড়। এই টুর্নামেন্টে ১৪৮ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহসিন ও পরাগের উন্নতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ