নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ বাজে ফিল্ডিং। যার খেসারত দিতে হয়েছে অনেকগুলো ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই সিরিজের ৫ ম্যাচেও পড়েছে ৯ ক্যাচ। ফিল্ডিংয়ের এই বেহাল দশা থেকে উত্তরণের জন্য দলে যুক্ত হচ্ছেন শেন ম্যাকডারমট। এই অস্ট্রেলিয়ান কোচ ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি ঘটাতে মুখিয়ে আছেন। গতপরশু আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফিল্ডাররা ছেড়েছেন তিনটি ক্যাচ। এদিনই বিসিবি প্রকাশ করে নতুন ফিল্ডিং কোচের নাম।
অজি কোচ ম্যাকডারমট এর আগেও অবশ্য বাংলাদেশের কাজ করেছেন। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ছিলেন একাডামির কোচিং স্টাফে। তখন ‘এ’ দল ও জাতীয় দলের ক্যাম্পেও কাজ করেছেন তিনি। কাজ করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে। ভিডিও বার্তায় জানিয়েছেন আবার বাংলাদেশে ফেরার ডাক পেয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি, ‘বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়ে খুবই রোমাঞ্চিত। এখানে আমার ফিরে আসতে পারা দারুণ ব্যাপার। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত আমি বিসিবি একাডেমিতে কাজ করেছি এবং জাতীয় দল ও এ দলের প্রোগ্রামের সঙ্গেও কাজ করেছি। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের সঙ্গে কাজ করা হয়েছে।’
নতুন দায়িত্ব দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ দলে যোগ দেবেন ম্যাকডারমট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এই সময়ে বাংলাদেশের ফিল্ডিংয়ে ইতিবাচক ছবি আনতে চান তিনি, ‘দারুণ এক কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হতে পারাও আমার জন্য বড় ব্যাপার। রাসেল ডমিঙ্গো, জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড। আমার মনে হয় ক্রিকেট বোর্ড এদেরকে নিয়ে খুবই ভাল কাজ করছে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ আছে। আমি আশা করি ফিল্ডিং ইউনিট হিসেবে আমরা সেরাটা দিতে পারব। ফিল্ডিং অনেক সময় ম্যাচে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেয়। আমার ধারণা জেতার কাজটাতেই অবদান রাখব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।