Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসিন জাহানের বিরুদ্ধে অশ্লীল পোস্ট, কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ১২:৩৯ পিএম

সোশ্যাল মিডিয়ায় অশ্লীল সব পোস্ট। টার্গেট ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। সেসব পোস্ট নিয়ে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। অবিলম্বে সমস্ত পোস্ট মুছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। লালবাজার সাইবার ক্রাইম বিভাগকে এমনই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। হাসিন জাহানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য অশ্লীল ভাষা এবং হুমকি দিয়ে একাধিক পোস্ট করা হয়েছে। তা অবিলম্বে মুছে ফেলতে হবে। পাশাপাশি যে বা যারা এই ধরনের অশ্লীল এবং হুমকি পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ বিচারপতির।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ শামি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন। তার ভিত্তিতে তার স্ত্রী হাসিন জাহানও পালটা মতামত প্রকাশ করেছিলেন। স্বামী এবং স্ত্রীর মধ্যেকার বিবাদ প্রকাশ্যে চলে আসে। তার আগে থেকে অবশ্য তারা আলাদা থাকেন। শামি ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ফলে তার অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের বিরুদ্ধে নানান ধরনের কুরুচিকর মন্তব্য হুমকি এবং অশ্লীল কথাবার্তা পোস্ট করেন বলে অভিযোগ।

বিষয়টি এখানেই থেমে থাকেনি। বিভিন্ন সময় হাসিন জাহান এবং তার নাবালিকা কন্যাকে রাস্তাঘাটে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। নিরুপায় হাসিন জাহান লালবাজার সাইবার ক্রাইম বিভাগে দ্বারস্থ হন। পুলিশের পক্ষ থেকে কোনওরকম পদক্ষেপ না নেওয়ায় অবশেষে কলকাতা হাই কোর্টে যান হাসিন জাহান। বৃহস্পতিবার মামলার শুনানিতে হাসিন জাহানের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরীর বক্তব্য, হাসিন জাহান একজন উদীয়মান অভিনেত্রী এবং তার বিরুদ্ধে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট সাইবার আইন ও ইনফরমেশন অফ টেকনোলজি আইনের ৬৬ এবং ৬৬ এ ধারায় অপরাধযোগ্য এবং মানহানির শামিল। পুলিশের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, যা তারা করেনি বলে আইনজীবীর অভিযোগ।

বিচারপতি রাজাশেখার মান্থা লালবাজার সাইবার ক্রাইম বিভাগকে নির্দেশ দেন, অবিলম্বে হাসিন জাহানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত হুমকি এবং অশ্লীল ভাষা পোস্ট করা হয়েছে সেগুলি মুছে ফেলতে হবে এবং যারা এই পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ