মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য করা চুক্তির মেয়াদ চার মাস বৃদ্ধি করা হয়েছে। ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী আলেকসান্দর কুব্রাকভ এক টুইটে জানান, খাদ্যশস্য চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়বে।
তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে আজ বৃহস্পতিবার জানিয়েছেন, চলমান শর্তের অধীনেই মেয়াদ বাড়ছে। মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গত ফেব্রুয়ারিতে রুশ আক্রমণের পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। গত জুলাইতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য রপ্তানির চুক্তি হয়। এরপর গত আগস্ট থেকে এ পর্যন্ত ইউক্রেনের বন্দর ছেড়েছে ১ কোটি ১০ লাখ টন শস্য ও কৃষিপণ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।