Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রার খরচ ১ লাখ টাকা কমাবে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

হজযাত্রার পরিকল্পনা করা ভারতীয়দের সউদী আরব ভ্রমণ এবং থাকা-খাওয়ার জন্য খরচ গতবারের চেয়ে কমপক্ষে ১ লাখ টাকা কম দিতে হবে।
তেলেঙ্গানা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ১২ নভেম্বর দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, আসন্ন মওসুম থেকে হজযাত্রার জন্য ব্যয় ১ লাখ টাকা হ্রাস পাবে, যা হজ প্রত্যাশীদের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে।

মিডিয়ার সাথে আলাপকালে সেলিম বলেন যে, রাজ্য হজ কমিটির সমস্ত প্রতিনিধি সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানিকে হজযাত্রার ব্যয় ৪ লাখ থেকে কমিয়ে আড়াই বা ৩ লাখ টাকা করার অনুরোধ করেছেন যাতে মন্ত্রী সম্মত হয়েছেন এবং তাদের অনুরোধ বিবেচনা করেছেন।
তেলেঙ্গানা রাজ্য হজ কমিটি এর আগে কেন্দ্রীয় হজ কমিটিকে তার বার্ষিক হজ কোটা ৭ হাজার এবং অন্ধ্র প্রদেশের ৩ হাজারে উন্নীত করার অনুরোধ করেছিল।

চেয়ারম্যান বলেন, ‘আগে প্রত্যেক হজযাত্রী ১ লাখ থেকে সোয়া লাখ টাকা খরচ করে হজ করতে পারতেন, কিন্তু গত কয়েক বছর থেকে তা বেড়ে হয়েছে ৪ লাখ টাকা। ব্যয় বৃদ্ধি গরিব ও মধ্যবিত্তদের বোঝা তৈরি করেছে। তাই আমরা কেন্দ্রকে অনুরোধ করেছি অন্তত ১ লাখ টাকা কমাতে’।
সেলিম আরো বলেন, হজ কমিটিগুলো প্রাইভেট অপারেটরদের আদায় করা চার্জও পর্যবেক্ষণ করবে। ‘তারা যদি সরকারের নির্দেশনা না মানে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিনি যোগ করেন।
কেন্দ্রীয় হজ কমিটি চলতি বছরের ৭৫ হাজার কোটা থেকে বার্ষিক হজ কোটা বাড়িয়ে ২ লাখ করার পরিকল্পনা করেছিল। তাই, রাজ্য হজ কমিটি তেলেঙ্গানার বর্তমান কোটা ২১৭১ থেকে ৭ হাজার এবং অন্ধ্র প্রদেশের কোটা ৯০০ থেকে ৩,০০০ করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে।

কেন্দ্র কোভিড-১৯ সময়কালে কার্যকর করা হজযাত্রীদের বয়সের সীমাবদ্ধতা অপসারণে সম্মত হয়েছে। ‘কোভিডের সময়, শুধুমাত্র ৬০ বছরের কম বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়েছিল। এখন সরকার আগামী বছর থেকে সব বয়সের মানুষকে হজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বলেন চেয়ারম্যান।
আগামী হজ মৌসুমের আবেদনের বিষয়ে জানিয়ে সেলিম বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তারা আবেদন গ্রহণ করবেন। কেন্দ্রীয় হজ কমিটি ডিসেম্বরে হজযাত্রার জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করবে এবং হজযাত্রার জন্য নিবন্ধন করতে আগ্রহী হাজিদের জন্য একটি আবেদন চালু করা হবে। সূত্র : সিয়াসাত ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ