Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শাহিন ইনজুরিতে না পড়লে ভিন্ন কিছু হতে পারতো’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হলো পাকিস্তান। গতকাল মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লড়াকু স্কোর তুলতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের ফর্মে থাকা ব্যাটারদের বিপক্ষে ১৩৮ রানের লক্ষ্য মোটেই মানানসই নয়। তারপরও বল করতে এসে শুরু থেকেই আধিপত্য দেখাচ্ছিলেন পাকিস্তানী বোলাররা। এক সময় তো মনে হচ্ছিল, ১৩৭ রান নিয়েও জয় পেয়ে যেতে পারেন বাবর আজমরা। কিন্তু ৩০ বলে যখন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৪১ রান, তখন ১৬তম ওভারে বল করতে এসেই ইনজুরিতে পড়েন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার শাহিন শাহ আফ্রিদি। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠও ছাড়েন তিনি। শাহিন ইনজুরিতে পড়েছিলেন তার আগেই, লং অফে সামারাহ ব্রæকসের ক্যাচ ধরতে গিয়ে। তখন তাকে মাঠের বাইরে চলে যেতে দেখা গিয়েছিল। কিন্তু দলের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে এসে পারলেন না তিনি আর। শাহিনের পরিবর্তে বল করতে এসে ইফতেখার আহমেদ বাকি ৫ বলে দেন ১৩ রান। মূলতঃ এখান থেকেই ম্যাচটা হাত ছাড়া হয়ে যায় পাকিস্তানের। শাহিন থাকলে ম্যাচের ভাগ্য অন্যদিকেও ঘুরতে পারতো বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাই তো ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের এমনিতেই ২০ রান কম হয়েছে। এই কম পূঁজি নিয়েও আমরা প্রায় শেষ ওভার পর্যন্ত লড়েছি। আমাদের বোলিং বিশ্বসেরা। কিন্তু শাহিন ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে আমাদের মূল্য দিতে হয়েছে। আমি মনে করি শাহিন ইনজুরিতে না পড়লে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারতো। তবে, এটা খেলারই অংশ।’
চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘ভালো খেলেই তারা জিতেছে। যারা আমাদের সমর্থন দিতে মাঠে এসেছেন, আপনাদের নিকট আমরা কৃতজ্ঞ। শেষ ৪ ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তা এক কথায় দুর্দান্ত। আমি সতীর্থদের বলেছিলাম, তাদের সহজাত খেলা স্বাধীনভাবে খেলতে। ভাগ্য সহায় ছিলনা বলেই আমরা ম্যাচ হেরেছি।’

 



 

Show all comments
  • Knishith Sarker ১৪ নভেম্বর, ২০২২, ৮:২০ এএম says : 0
    শাহিন আফ্রিদির পাঁচটি বল বাকি ছিল ,মাঠ থেকে বের হয়ে না গেলে ওই ওভারে ইংল্যান্ড অল আউট।
    Total Reply(0) Reply
  • Knishith Sarker ১৪ নভেম্বর, ২০২২, ৮:২০ এএম says : 0
    শাহিন আফ্রিদির পাঁচটি বল বাকি ছিল ,মাঠ থেকে বের হয়ে না গেলে ওই ওভারে ইংল্যান্ড অল আউট।
    Total Reply(0) Reply
  • Moynul Ahasan ১৪ নভেম্বর, ২০২২, ৮:২০ এএম says : 0
    আজ পাকিস্তান কাপটা মিচ করলেন এই বাজে ব্যাটিং লাইন আপ এর জন্য। এই মুহুর্তে শ্রেষ্ট বলিং লাইন আপ এর চেষ্টা বি ফলে গেলো
    Total Reply(0) Reply
  • Shuvo Sarker ১৪ নভেম্বর, ২০২২, ৮:২০ এএম says : 0
    শাহীন আফ্রিদি শেষের ওভার গুলোয় কেমন বল করে সেটা জাতি জানে। গণধোলাই খায় লাস্টে।
    Total Reply(0) Reply
  • Habibullah ১৪ নভেম্বর, ২০২২, ৩:৩৯ এএম says : 1
    ফাইনাল খেলায় পাকিস্তান হেরে যাওয়ায় আমরা মোটেও হতাশ নই। বরং ভারত ফাইনালে না থাকায় আমরা আরও বেশি খুশিlপাকিস্তান অন্তত কিছু উইকেট নিয়েছিল যা মূত্র পান করে ভারত অর্জন করতে পারেনি। পাকিস্তান ও বাংলাদেশকে ফাইনাল থেকে ছিটকে দিতে চেয়েছিল ভারত। কিন্তু প্রস্রাব পানকারীরা নিজেরাই ফাইনাল থেকে বাদ পড়েছেন। পাকিস্তানের ফাইনাল খেলা ভারতীয় দলের মুখে চপেটাঘাত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহিন

২১ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ