Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপ্পা মজুমদার ও শাহিনার মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি নির্মিত হয়েছে কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও শাহিনার পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও। ‘এলোমেলো ব্যস্ত টারমিনাল/ পার করে দূর যেতে কি চাস’ শিরোনামের এ গানটি লিখেছেন রাজিব দত্ত। গানটির মডেল হয়েছেন তৌসিফ ও শ্রাবণ্য। ৫ মিনিট ব্যাপ্তির এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাশেদুল ইসলাম রাশেদ। স¤প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হয় এলোমেলো ব্যস্ত টারমিনাল’ গানটির। শাহিনা বলেন, ‘দীর্ঘদিন ধরেই গান করছি। সামনের ঈদে আমার তৃতীয় একক অ্যালবাম আসবে। সে অ্যালবামের জন্যই মূলত গানটি করা। আর গানের পুরো মিউজিক কম্পোজ করেছেন বাপ্পদা নিজেই। আশা করি, অনেক সুন্দর একটি আধুনিক গান হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে। গানের সঙ্গে মিল রেখে, একটু ভিন্নরূপে মিউজিক ভিডিওটি নির্মাণের চেষ্টা করা হয়েছে।’ মিউজিক ভিডিওতে বাপ্পা মজুমদার কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি দেখা যাবে। খুব শিগরিই বেশ কয়েকটি চ্যানেলে গানটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাপ্পা মজুমদার ও শাহিনার মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ