Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিমান ভুলে ছেলেকে নিয়ে এক ফ্রেমে রাজ-পরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১০:৫৩ এএম

মান-অভিমান ভুলে স্বামীকে নিয়ে ছেলের তিন মাসের জন্মদিন পালন করলেন পরীমনি। বিতর্কের মাঝেই আবারও তিনি ফেসবুকে দিলেন আরও এক পোস্ট। তবে এবার আর কোনো সমস্যা নিয়ে নয়। মন ভালো করা ছবি সর সঙ্গে সবার করে নিলেন নায়িকা। তিন মাস বয়স হলো পরী-রাজের ছেলের।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে মন ভালো পরীর। নীল, সাদা, কালো বেলুনে সাজানো চারিদিক। সঙ্গে মানানসই ফুল। সামনে টেবিলে রাখা বাহারি কেক। কেকে আবার হাতি-গরু নানা রকমের পশুপাখিও আছে। কয়েকদিন আগের সৃষ্টি সব অশান্তিই যেনো ভুলে গেছেন মা পরী।

ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আছেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার স্বামী শরিফুল রাজের প্রেমের সম্পর্কের কথা সামনে এনে। এমনকি মেসেজিংয়ের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। পরে স্ট্যাটাসের মাধ্যমে আইনের হুঁশিয়ারি দিয়ে আবার পাল্টা জবাব দেন বিদ্যা সিনহা মিম।

এদিকে এ নিয়ে গতকাল আবার মুখ খুললেন পরীমণি স্বামী শরিফুল রাজ। পরীর সব অভিযোগ অস্বীকার বলেন, কেনো আমার বিরুদ্ধে এমন অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো শকড আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগই মিথ্যা।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ