Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরি করে নেয়া ১৯২টি পুরাকীর্তি পাকিস্তানে ফেরত দিল যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১১:৩৬ এএম

সম্প্রতি ১৯২টি চুরি যাওয়া পুরাকীর্তি পাকিস্তানে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যার মোট মূল্য ৩৪ লাখ ডলার। ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকার আর্ট ডিলারের ওপর এবং আরো কিছু অপরাধমূলক তদন্ত শেষে তারা এই উদ্যোগ নেয়া হয়।

নিউইয়র্কের ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে ঘোষণা করে যে সুভাষ কাপুরের কাছ থেকে ১৮৭টি পুরাকীর্তি উদ্ধার করা হয়েছে। তাকে ‘বিশ্বের সবচেয়ে পারঙ্গম পুরাকীর্তি পাচারকারীদের মধ্যে একজন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কাপুর ও তার সহযোগীরা লুণ্ঠিত পুরাকীর্তি ম্যানহাটনে পাচার করতো এবং তার গ্যালারি আর্ট অফ দ্য পাস্ট-এর মাধ্যমে সেগুলো বিক্রি করতো।
যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চুরি যাওয়া ভারতীয় পুরাকীর্তি বিক্রি করার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজন ভারত-ভিত্তিক সহযোগী এবং কাপুরকে ২০১২ সাল থেকে দক্ষিণ এশীয় ওই দেশটিতে কারাবাস করতে হচ্ছে।
গত সপ্তাহে ভারতের একটি বিশেষ আদালত ওই ৬ জনকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, কাপুরকে চুরি যাওয়া দ্রব্য গ্রহণ, অভ্যাসগতভাবে চুরির পণ্যের ব্যবসা এবং ষড়যন্ত্র করার দায়ে দণ্ডিত করা হয়। তাকে জরিমানাসহ ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয় যে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস কাপুরকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে।
নিউইয়র্কের পাকিস্তানি কনস্যুলেটে একটি অনুষ্ঠানে এই পুরাকীর্তি গুলো ফেরত দেয়া হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন-এর অ্যাসিস্ট্যান্ট স্পেশাল এজেন্ট-ইন-চার্জ টমাস অ্যাকোসেলা এবং পাকিস্তানি কনসাল জেনারেল আয়েশা আলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ