Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের হারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, ক্ষুব্ধ ভারতীয়রা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১০:৩১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে ফাইনালে উঠে গেছে পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের সঙ্গে খেলায় হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে ভারত। এরপরই টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর তাতেই চটে গেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। তারা ওই টুইটের বিপরীতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছে ভারত। তারপরই বিকালে টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ।
তিনি লিখেছেন, ‘তাহলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০ (দলের ফাইনাল) হবে।’

এই টুইটে পাকিস্তান এবং ইংল্যান্ডের জাতীয় পতাকা ব্যবহার করেছেন শেহবাজ শরিফ। সেইসঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্যাগ ব্যবহার করেছেন তিনি।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন টুইটে রীতিমত ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয়রা। তারা ওই টুইটের বিপরীতে রীতিমত কুরুচিকর মন্তব্য করতে ছাড়ছেন না শেহবাজ শরিফকে। অনেকেই পাকিস্তানকে বাচ্চা, ভিখারি, পশু প্রভৃতির সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ