Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বা‌ড়ির মা‌লিককে হত্যায় ভাড়া‌টিয়া‌র যাবজ্জীবন কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ৪:০৪ পিএম | আপডেট : ৭:২৮ পিএম, ১১ নভেম্বর, ২০২২

খুলনার মিয়াপড়ায় বা‌ড়ির মা‌লিক শহীদুল ইসলাম ডলারকে হত্যার দা‌য়ে ভাড়াটিয়া বাবু বিশ্বাসকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসা‌মি আদালতে উপ‌স্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি কামরুল হোসেন জোয়াদ্দার।
মামলার এজহার সূত্রে গে‌ছে. খুলনার ৯ নং মিয়া পাড়া এলাকার বা‌সিন্দা ছিলেন শহীদুল ইসলাম ডলার। তার বা‌ড়ির ভাড়া‌টিয়া ছিলেন জনৈক সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। চার মাসের বকেয়া ঘর ভাড়া নি‌য়ে তিনি বা‌ড়ির মা‌লি‌ককে ঘোরাচ্ছিলেন। ২০১৭ সা‌লের ২৪ অ‌ক্টোবর রা‌ত ১২ টার দি‌কে বা‌ড়ির মা‌লিক ডলার ভাড়া আন‌তে বাবুর কা‌ছে যান। এ সম‌য়ে তাদের ম‌ধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে বাবু ঘর থে‌কে ধারা‌লো ছু‌রি বের করে ডলা‌রের ওপর হামলা চালান। ডলার মাটিতে লুটয়ে পড়লে বাবু ঘর হতে বের হয়ে যান। প‌রে সংবাদ পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে। নিহত ডলা‌রের স্ত্রী বাদী হ‌য়ে ওই দিন থানায় হত্যা মামলা দা‌য়ের ক‌রেন, (যার নং ৪৯)। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হো‌সেন ২০১৮ সা‌লের ২৮ ফেব্রুয়া‌রি বাবু‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ