Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন সামিরা মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১১:৪৪ এএম

চিত্রনায়ক শাকিব খান আমেরিকা যাওয়ার পর বেশ কয়েকজন নায়িকা সেদেশের ভিসার জন্য তোরজোর শুরু করেন। শেষ পর্যন্ত তারা সফলও হন। এদিকে শাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন ওঠে ছোট পর্দার হালের ক্রেজ সামিরা খান মাহির। এর মধ্যেই এই অভিনেত্রী আমেরিকার ভিসা পেয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহি।

বর্তমানে দেশের অনেক তারকাই গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে আপাতত মাহির এ ধরনের কোনো ইচ্ছে নেই। শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্যই তার এ ভিসাপ্রাপ্তি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আসলে দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। অবশেষে ভিসাটা হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধামতো সময়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি খুব শিগগিরই দারুণ হবে এই ভ্রমণটি।’

উল্লেখ্য, বাংলাদেশের শোবিজে বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। তবে মিডিয়াতে সামিরা খান মাহি নামেই নিজেকে পরিচিত করেছেন তিনি।

বর্তমানে নাটক-টেলিফিল্মে ব্যস্ত সময় কাটছে মাহির। এছাড়া সিনেমায়ও কাজের প্রস্তাব পেয়েছেন মাহি। ব্যাটে-বলে মিলে গেলে বড় পর্দায় কাজের সুখবর সবাইকে নিজেই জানাবেন বলেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ