Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব খানের সঙ্গে চুপিসারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপ্লুত মিতু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১০:০৫ এএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন পরশ পাথর। তার নামেই চলে সিনেমা। অনেকে মনে করেন, তার সহশিল্পীদের কাঁধে তপ্ত নিশ্বাস ফেলার সুযোগ পায় না ব্যর্থতা। এ তারকার সিনেমায় যুক্ত হয়ে সহজেই পরিচিতি পেয়েছেন একাধিক নায়িকা। ঢাকাই সিনেমার অনেক অভিনেত্রীই তাই মুখিয়ে থাকেন তাকে কো-আর্টিস্ট হিসেবে পেতে। আজ থেকে বছর তিনেক আগে এ সুযোগ আসে অভিনেত্রী জাহারা মিতুর কাছে।

শাকিবের সঙ্গে ‘আগুন’ নামের একটি সিনেমায় যুক্ত হন মিতু। ২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয় ‘আগুন’ এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর আচমকা গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। মাঝে দু’বছর কেটে গেলেও ‘আগুন’ আর জ্বলে ওঠেনি।

একসময় কিং খানের সঙ্গে মিতু অভিনীত এই ছবি নিয়ে দেখা দেয় ঘোর অনিশ্চয়তা। অনেকের ধারণা ছিল ‘আগুন’ আর জ্বলবে না। মিতুও ছিলেন একরকম অনিশ্চয়তায়। এদিকে সব অনিশ্চয়তা কাটিয়ে সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে চুপিসারে শুরু হয়েছে ‘আগুন’-এর শুটিং। এতে মিতুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব। এতে বেশ আপ্লুত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করে সেই অনুভূতি প্রকাশ করলেন তিনি।

গতকালৃ বুধবার নিজের ফেসবুকে শাকিবের সঙ্গে ‘আগুন’-এর শুটিংয়ের ধারণকৃত একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন মিতু। ক্যাপশনে লিখেছেন, ‘মেয়েটির নাম সুইটি। যাকে আমি ধারণ করছি গত দুইটি বছর।’

মিতুর এক লাইনের এই ক্যাপশন থেকে বোঝা গেছে ‘আগুন’-এ তার চরিত্রের নাম সুইটি। পাশাপাশি ছবিটির জন্য যে তিনি অধীর আগ্রহে ছিলেন সেটাও স্পষ্ট হয়েছে।

চলতি মাসের পাঁচ তারিখ সকাল থেকে শুরু হয়েছে ‘আগুন’-এর শুটিং। তখন জানা গিয়েছিল, ছয় দিন টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করা হবে ছবিটির কাজ। আগামী বছরের শুরুর দিকে কোনো একটি দিন বেছে নেওয়া হবে ছবিটির মুক্তির জন্য।

‘আগুন’-এর নির্মাতা বদিউল আলম খোকন।ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব-মিতু ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ