Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বত্য মেলায় স্টল বরাদ্দ বাতিলের প্রতিবাদ

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার বেইলি রোডে অনুষ্ঠিত পর্বত মেলায় স্টল বরাদ্দ দিয়ে পরে তা বাতিল করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এর প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাহাদাৎ ফরাজি সাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অথিতি ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ এর প্রতিষ্ঠাতা ও নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জি:আলকাছ আল মামুন ভূইয়া। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, গত ১১তারিখে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ এর নেতৃবৃন্দ পর্বত মেলায় অংশ গ্রহণের জন্য পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেইসিং এমপি এর সাথে স্বাক্ষাত করে।  তারা মন্ত্রীর কাছে একটি স্টল দেয়ার দাবি করলে তিনি প্রথমে অপরাগতা প্রকাশ করেন। পরে বাঙালি নেতৃবৃন্দের জোরালো দাবির প্রেক্ষিতে একটি স্টল বরাদ্ধ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পার্বত্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ